Tripura Police : সোনামুড়া ও উদয়পুরে পুলিশের পৃথক অভিযানে বিশিল পরিমান গাঁজা উদ্ধার, এক মহিলা আটক— অন্য অভিযুক্ত পলাতক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Police : সোনামুড়া ও উদয়পুরে পুলিশের পৃথক অভিযানে বিশিল পরিমান গাঁজা উদ্ধার, এক মহিলা আটক— অন্য অভিযুক্ত পলাতক

Share This

 


আগরতলা, ২৫ নভেম্বর : সোনামুড়া ও উদয়পুরে পৃথক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। সোনামুড়ায় এক মহিলাকে আটক করা হলেও উদয়পুরে অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উভয় ঘটনাই মাদকবিরোধী অভিযানে পুলিশের সক্রিয়তা আরও একবার সামনে এনেছে।


সোনামুড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে মতিনগর পূর্ব টিলাই এলাকায় অভিযান চালিয়ে এক মহিলার বাড়ি থেকে প্রায় ৫.৯৮৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে TR-07-0413 নম্বর একটি মারুতি ইকো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহৃত হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনায় অভিযুক্ত পপি আক্তার (২৩)-কে আটক করে তাঁর বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাঁকে মহামান্য আদালতে তোলা হবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এলাকায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে; তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর জিআরপি থানার পুলিশ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে ধরতে অনুসন্ধান চলছে এবং ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।


ক্রমবর্ধমান মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এই দুটি সফল অভিযান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।





Dharmendra Death : প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই, বলিউডে নেমে এলো শোকের ছায়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad