আগরতলা, ২৬ নভেম্বর : বৃহস্পতিবার আগরতলার বিবেকানন্দ ময়দানে তিপ্রামথা দলের পক্ষ থেকে একটি বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে। এই সভার কারণে শহরের মূল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ত্রিপুরার ট্রাফিক পুলিশ জনস্বার্থে একটি ট্রাফিক অ্যাডভাইজারি জারি করেছে। সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে নির্দিষ্ট বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাডভাইজারি অনুযায়ী, বৃহস্পতিবার যারা বিবেকানন্দ ময়দানের দিক দিয়ে যাতায়াত করবেন, তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথগুলি এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে। বিশেষত যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করে নেওয়া উচিত।
তিপ্রামথা দলের চেয়ারম্যান মহারাজ প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা আগেই জানিয়েছেন, ২৭শে নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে আগরতলার আস্তাবল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক ‘ONE NORTH EAST THANSA (Unity) Rally’। এই মহাসমাবেশে যুক্ত হতে চলেছেন মেঘালয়ের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী কনরাড কে সাংমা, নাগাল্যান্ড সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রী ম্হোনলুমো কিকন এবং আসামের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা শ্রী ড্যানিয়েল লাংথাসা।
চেয়ারম্যান দেববর্মা জানান, উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠীকে ঐক্যের সেতুবন্ধনে যুক্ত করতেই এই একতা র্যালির আয়োজন। রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মানুষের সমাগম এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। আঞ্চলিক উন্নয়ন, সাংস্কৃতিক সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার বার্তা ছড়িয়ে দেওয়াই এই র্যালির মূল লক্ষ্য।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে যানজট নিয়ত্রনে ট্রাফিক পুলিশ সকলপ্রকার পরিবহনের ক্ষেত্রে তিনটি প্রধান বিকল্প রাস্তা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে। বিকল্প রুটসমূহ হলোঃ
১. এমবিবি বিমানবন্দরগামী যাত্রীদের জন্য:
এ ডি নগর \থেকে ফ্লাই ওভার \থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী \থেকে কের চৌমুহনী \থেকে শঙ্কর চৌমুহনী \থেকে দূর্গা চৌমুহনী \থেকে আলবার্ট ক্লাব \থেকে মৈলাখলা ক্রসিং \থেকে বারজলা ক্রসিং \থেকে ভোলাগীরি রোড/পাঞ্চাবটি ক্রসিং \থেকে এমবিবি বিমানবন্দর।
২. আদিনগর/হাপানিয়া অভিমুখী যাত্রীদের জন্য:
জিবিপি হাসপাতাল \থেকে জিবি/ইন্দ্রনগর রোড ক্রসিং \থেকে ইন্দ্রনগর ব্রিজ \থেকে ধলেশ্বর পোস্ট অফিস \থেকে জয়গুরু ক্রসিং \থেকে ম্যাথ চৌমুহনী \থেকে ওল্ড মোটর স্ট্যান্ড \থেকে ব্যাঙ্ক চৌমুহনী \থেকে এইচজিবি রোড \থেকে ফ্লাই ওভার \থেকে এ ডি নগর \থেকে হাপানিয়া।
৩. খয়েরপুর ক্রসিং অভিমুখী যাত্রীদের জন্য:
জিবিপি হাসপাতাল \থেকে এসডিও চৌমুহনী \থেকে ডন বস্কো স্কুল \থেকে বণিক্য চৌমুহনী \থেকে খয়েরপুর ক্রসিং।
ট্রাফিক কর্তৃপক্ষ আশা করছে, সাধারণ মানুষ এই ট্রাফিক নির্দেশিকা মেনে চললে যানজট এড়ানো সম্ভব হবে। সকল নাগরিককে সাময়িক এই অসুবিধার জন্য সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন