Tragic Insident : কল্যাণপুরে অবৈধ বালু খাদানে চাপা পরে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু – আশঙ্কাজনক ১ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Insident : কল্যাণপুরে অবৈধ বালু খাদানে চাপা পরে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু – আশঙ্কাজনক ১

Share This

 


খোয়াই, ২০ নভেম্বর : কল্যাণপুরের নকশিরাই এডিসি ভিলেজ এলাকায় অবৈধ বালু খাদানের ধ্বসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশু চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই  ঘটনাটি ঘটে, যখন মানিক চন্দ্রপাড়া এলাকার তিন শিশু বাড়ির কাছে ছড়ার ধারে বালুর স্তুপের মধ্যবর্তী অংশে খেলছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, শিশুেরা খেলাধুলার সময় আচমকা একটি বালুর খাদান হু-হু করে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে তিনজনই বালুর নিচে চাপা পড়ে যায়। আশপাশের মানুষ ধ্বসের শব্দ ও হইচই শুনে ঘটনাস্থলে ছুটে আসে। তারা দ্রুত শিশুদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মৃত দুই শিশুর নাম রুমাই দেববর্মা (৫) এবং আয়ুষ দেববর্মা (৭)। দু’জনেরই বাড়ি মানিক চন্দ্রপাড়ায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া আরেক শিশু রাংচাক দেববর্মা (৭)–কে প্রাথমিক চিকিৎসার পর খোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানিক চন্দ্রপাড়ার ছড়ার ধারে বেআইনিভাবে বালু তোলা হচ্ছে। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি। পরপর দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, এ ঘটনার পর অন্তত কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন নির্মম ঘটনার শিকার না হতে হয়।






Cabinet Disition : রাজ্যে আরও দুই নতুন বিশ্ববিদ্যালয়, একাধিক দপ্তরে নতুন নিয়োগসহ মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad