Denial of Permission : আস্তাবল ময়দানে আহুত তিপ্রামথার সমাবেশ বাতিল, নিরাপত্তা জনিত কারণ দেখালো পুলিশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Denial of Permission : আস্তাবল ময়দানে আহুত তিপ্রামথার সমাবেশ বাতিল, নিরাপত্তা জনিত কারণ দেখালো পুলিশ

Share This



 আগরতলা, ২ নভেম্বর : আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে (আস্তাবল) যুব তিপ্রা ফেডারেশন (YTF)-এর প্রস্তাবিত ৭ নভেম্বর ডাকা গণসমাবেশের অনুমতি পুলিশ প্রশাসনের তরফে বাতিল করা হয়েছে। এ বিষয়ে এসডিপিও (সদর) কর্তৃক জারি করা সরকারি পত্রে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিবেকানন্দ ময়দানে কোনো বৃহৎ জনসমাবেশের আয়োজন নিরাপত্তাজনিত কারণে অনুমোদনযোগ্য নয়।


পত্রে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে বিবেকানন্দ ময়দানের অর্ধেক অংশ আন্তর্জাতিক এক্সপো (International Expo)-এর জন্য বরাদ্দ রয়েছে, যেখানে নারী, শিশু ও আন্তর্জাতিক প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছেন। এক্সপো প্রাঙ্গণে জনসমাগম ও মূল্যবান সম্পত্তি থাকার কারণে সেখানে একইসঙ্গে আরেকটি গণসমাবেশের অনুমতি দিলে চরম ভিড় ও পদদলিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে দর্শনার্থীদের নিরাপত্তা, বিশেষত নারী ও শিশুদের জীবনহানির ঝুঁকি দেখা দিতে পারে, পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিও হতে পারে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিবেকানন্দ ময়দান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এবং এর চারপাশের সড়কগুলো শহরের গুরুত্বপূর্ণ যান চলাচলের পথ ও হাসপাতালের অ্যাক্সেস রুট হিসেবে ব্যবহৃত হয়। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল জনসমাগমের ফলে এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হবে, যা সাধারণ মানুষের চলাচলে গুরুতর অসুবিধা ও জরুরি পরিষেবায় বাধা সৃষ্টি করবে।


এই প্রেক্ষিতে যুব তিপ্রা ফেডারেশনকে অনুরোধ জানানো হয়েছে যে তারা যেন উক্ত স্থানে কোনো গণসমাবেশের আয়োজন না করে। তবে, সংগঠনটি চাইলে বিকল্প স্থান বা অন্য তারিখে সভা করার নতুন প্রস্তাব জমা দিতে পারে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিবেচনা করা হবে। চিঠির শেষে বলা হয়েছে, আগরতলা শহরে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের প্রতি সহযোগিতা কামনা করা হচ্ছে।




Tripura Police : মহিলা পুলিশ ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক “কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক” সম্মানে ভূষিত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad