উদয়পুর, ১৪ নভেম্বর : আগামী ১৯ ও ২০ নভেম্বর উদয়পুরে অনুষ্ঠিত হবে ইউনিটি প্রমো ফেস্ট। রাজ্যের মিশ্র সংস্কৃতির বিকাশ, জাতি-জনজাতিদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্যের ভিত্তি আরও সুদৃঢ় করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই এই প্রমো ফেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর থেকে শুরু হওয়া এই উৎসব রাজ্যের পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলেছে। আজ উদয়পুরে জেলা স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, গত বছর প্রমো ফেস্ট নামে অনুষ্ঠানটির সূচনা হলেও, এ বছর বিভিন্ন জাতি-জনজাতির মিলনমেলার ভাবনাকে গুরুত্ব দিয়ে এর নাম রাখা হয়েছে ইউনিটি প্রমো ফেস্ট। তিনি আরও জানান, ৮ ও ৯ নভেম্বর গণ্ডাতুইসার নারিকেলকুঞ্জে শুরু হওয়া ইউনিটি প্রমো ফেস্ট-২০২৫ আগামী ১২ ডিসেম্বর আগরতলায় শেষ হবে। তিনি জানান, এই প্রমো ফেস্ট শুধু রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে পরিচিত করে তুলবে না, পাশাপাশি ত্রিপুরার কৃষ্টি-সংস্কৃতির প্রসার ঘটাবে এবং বহু মানুষের রোজগারের পথও খুলে দেবে।
পর্যটনমন্ত্রী উল্লেখ করেন, উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক ডোনার মন্ত্রকও টুইটের মাধ্যমে রাজ্যে আয়োজিত ইউনিটি প্রমো ফেস্টের প্রশংসা করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং বিদেশি পর্যটকদের আগমনের বিচারে উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা এখন সিকিমের পর দ্বিতীয় স্থানে রয়েছে। উদয়পুর স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ফেস্টের প্রস্তুতি নিয়েও তিনি বিস্তারিত জানান। উৎসব সফলভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবীগণ, জেলাশাসক রিঙ্কু লাথার, জেলা পুলিশ সুপার ডা. কিরণ কুমার কে, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন