কৈলাশহর, ০২ জুলাই : ৯ বছরের শিশুপুত্র সহ এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় রহস্য দেখা দিয়েছে কৈলাসহরের ডলুগাঁও গ্রামে। তিন দিন অতিক্রান্ত হতে চললেও তাদের সন্ধান না পেয়ে কৈলাসহরের মহিলা থানায় মিসিং ডাইরী করলো স্বামী । জানা গেছে, প্রায় ১১ বছর আগে কৈলাসহরের ডলুগাঁও এর বাসিন্দা জগদীশ সিনহার সাথে সামাজিকভাবে বিয়ে হয়, ধলাই জেলার কমলপুরের দেবীছড়া গ্রামের কন্যা কণিকা সিনহার সাথে। বছর ঘুরতেই তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়। আদর করে সবাই সন্তানের নাম রাখে জয়করণ সিনহা, বর্তমানে তার নয় বছর বয়স , আবার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পেশায় একজন যান চালক জগদীশ সিনহা, নিত্যদিনের মত গত ৩০ জুন তারিখ সকালে বেড়িয়ে পড়েন তার গাড়ি নিয়ে। দুপুর সাড়ে বারোটা নাগাদ স্ত্রীকে একাধিকবার ফোন করলেও মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। রাত আনুমানিক আটটায়, জগদীশ বাবু বাড়িতে ফিরে এসে দেখেন চারিদিক অন্ধকার, দরজায় তালা ঝুলানো। কয়েকবার ফোন করেন স্ত্রীকে কিন্তু ঐ একই সুইচ অফ দেখাচ্ছিল। পরে তিনি এদিক ওদিক খোঁজ করেন, শ্বশুরবাড়িতেও ফোন করেন, অথচ কোন হদিস মিলছিল না। অগত্যা দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতভম্ব হয়ে যান তিনি। ঘরের সবকিছুই এলোমেলো ছিল, সোনা গয়না সব গায়েব। এলাকার লোকজনের অনুমান ঘরের মূল্যবান সামগ্রী ও গয়নাগাটি নিয়ে শিশু পুত্রকে নিয়ে একপ্রকার চম্পট দিয়েছেন ওই গৃহবধূ। তবে গৃহবধুর স্বামী জগদীশ বাবুর দাবি, তার ঘরে কোন প্রকার অশান্তি ছিল না । গয়নাগাটি সহ শিশু পত্রকে নিয়ে চম্পট দেয়ার মত এমন কোন কারণ তার জানা নেই। এতেই রহস্য দানা বাঁধে।
অবশেষে পয়লা জুলাই স্ত্রী পুত্রকে খুঁজে পেতে কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন জগদীশ সিনহা। পরে তিনি সংবাদ মাধ্যমেও শরণাপন্ন হন । শিশু সন্তানকে নিয়ে একপ্রকার বেপাত্তা হয়ে যাওয়া গৃহবধূকে খুঁজে পেতে এবং গোটা ঘটনার রহস্য উন্মোচনে যাবতীয় বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
Kharchi Festival : রবিবার রেকর্ড ভীড়কে সাক্ষী রেখে ঐতিহ্যবাহী খার্চি উৎসবের সমাপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন