High-rise Explosion : আগরতলার এক বহুতলে রহস্যজনক বিস্ফোরণে, গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

High-rise Explosion : আগরতলার এক বহুতলে রহস্যজনক বিস্ফোরণে, গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী

Share This


 আগরতলা, ১৯ জুলাই : আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনী পুলিশ হেডকোয়ার্টারের উল্টো দিকে বৃহস্পতিবার গভীর রাতে ডাঃ বিশ্বজিৎ সূত্রধর ও রুপা সূত্রধরের বাড়িতে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ির ভিতরের ওয়াল ও সাইডের ওয়াল ভেঙ্গে দুই তলা থেকে নিচে পড়ে যায় ডঃ বিশ্বজিৎ সূত্রধর ও তার স্ত্রী।  তবে কিসের থেকে এই বিস্ফোরণ ? কিভাবে ওয়াল ভেঙ্গে দোতালা উপর থেকে পড়ে গেছে তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।


ঘটনার বিবরণে জানা গেছে, এদিন গভীর রাতে তিনতলা থেকে জানালা ভেঙে গ্রিল সহ মাটিতে লুটিয়ে পড়লেন ডাক্তার স্বামী ও তার স্ত্রী। বিকট আওয়াজে কেঁপে উঠে আশপাশের বিল্ডিংও। যদিও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে আগরতলা আখাউড়া রোডস্থিত পুলিশ সদর দফতরের উল্টোদিকের ফ্ল্যাট-এ। দমকল কর্মীরা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে স্ত্রীর অবস্থা  আশঙ্কাজনক বলে জানা গেছে।  


পুলিশ জানায় আহত ডাক্তারের নাম বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রীর নাম রূপা সূত্রধর। বৃহস্পতিবার গভীর রাতে শিবালয় অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় থাকেন ডাঃ বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর। রাতে আচমকাই বিস্ফোরণের সঙ্গে জানালা ভেঙে তিনতলা থেকে নিচে পড়ে যান বিশ্বজিৎ সহ তারস্ত্রী। 


এদিন রাতে বিকট আওয়াজে আশপাশের বাড়িঘর থেকে লোকজন বেরিয়ে আসেন। শুধু তাই নয়, পুলিশ সদর দফতরেও বিস্ফোরণের আওয়াজে অনেকেই রাস্তায় ছুটে যান। এদিকে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ এবং আগরতলা ফায়ার সার্ভিসেরএকটি গাড়িও ছুটে যায়। ফ্ল্যাট-এর নিচে পড়ে যাওয়া আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। 


যদিও পুলিশ জানিয়েছে, এসি বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে।  পুলিশের আশঙ্কা, আতঙ্কে স্বামী-স্ত্রী দু'জনে নিজেরাও ভাঙা জানালা দিয়ে লাফ দিতে পারেন। এদিকে, শহরের ফ্ল্যাটগুলির গুণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রচুর টাকার বিনিময়ে ফ্ল্যাট বিক্রি করা হয়। রাজ্যের মানুষ ব্যাপকভাবেই ফ্ল্যাট কিনছেন। আগরতলায় অলিগলিতে গড়ে উঠছে বড় বড় ফ্ল্যাট।  এই বিস্ফোরণের পর আতঙ্কে রয়েছেন অ্যাপার্টমেন্টের অন্য পরিবারগুলি। তারা ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এদিকে, এই ঘটনার পর পুলিশ অ্যাপার্টমেন্ট নির্মাণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করবে কিনা তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।




Bangladesh War 1971 : রাঙ্গুটিয়া গ্রামে মাটি খুঁড়তেই উঠে এলো মুক্তিযুদ্ধের ২৭ টি কামাল শেল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad