Tripura Assembly Election Results 2023 : ত্রিপুরায় বিজেপির দ্বিতীয় ইনিংসের পক্ষে জনতার রায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ভাজপা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Assembly Election Results 2023 : ত্রিপুরায় বিজেপির দ্বিতীয় ইনিংসের পক্ষে জনতার রায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ভাজপা

Share This


 আগরতলা, ০২ মার্চ : ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোট পুনরায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই জোট মোট ৩৩টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। এরমধ্যে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে ৩২টি বিধানসভা কেন্দ্রে ও আইপিএফটি জয়ী হয়েছে ১টি বিধানসভা কেন্দ্রে। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় তিপরা মথা পার্টি ১৩টি বিধানসভা কেন্দ্রে, সিপিআইএম ১১টি বিধানসভা কেন্দ্রে ও ভারতীয় জাতীয় কংগ্রেস ৩টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। 


রাজ্য নির্বাচন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ যে ৩২টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সেগুলি হলো ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতনলাল নাথ, ৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী, ৭- রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত, ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. মানিক সাহা, ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী, ১৪-বাধারঘাট (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিনা রাণী সরকার, ১৫-কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অন্তরা সরকার দেব, ১৬- বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত দেব, ১৮- সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল, ২১-নলছড় (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর বর্মণ, ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক, ২৭-কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরী, ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়, ২৯-কৃষ্ণপুর (এসটি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা, ৩০-বাগমা (এসটি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়া, ৩১-রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহরায়, ৩২- মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক দেবরায়, ৩৩-কাকড়াবন-শালগড়া (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র মজুমদার, ৩৪-রাজনগর (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপ্না মজুমদার, ৩৮- শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াৎ, ৩৯-মনু (এসটি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাইলায়ু মগ, ৪২- অমরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জিত দাস, ৪৫-কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব, ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল, ৪৯-ছামনু (এসটি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শম্ভুলাল চাকমা, ৫০- পাবিয়াছড়া (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস, ৫১-ফটিকরায় (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুধাংশু দাস, ৫২-চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী টিংকু রায়, ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যাদবলাল দেবনাথ, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন, ৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয়ভূষণ দাস ও ৫১-পেঁচারফল (এসটি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সান্ত্বনা চাকমা। ৩৮-জোলাইবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া জয়ী হয়েছেন।

 

এবারের বিধানসভা নির্বাচনে অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে বিরোধী দলনেতার আসন পেতে চলেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের দল তিপরা মথা। তারা ১৩ টি আসনে জয়লাভ করেছে। উল্লেখ্য রাজ্য বিধানসভায় এককভাবে কোন দল যদি দশটি আসন দখল করতে পারে তারাই বিরোধী দল নেতার পদটির জন্য দাবি করতে পারেন। এক্ষেত্রে ফলাফলের নিরিখে দ্বিতীয় বৃহত্তম দলের স্থানে চলে এসেছে তিপরা মথা। তিপরা মথা পার্টির প্রার্থীগণ যে ১৩টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সেগুলি হলো ১- সিমনা (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মা পার্টির বৃষকেতু দেববর্মা, ১১ মান্দাইবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির স্বপ্না দেববর্মা, ১২-টাকারজলা (এসটি) বিধানসভা কেন্দ্রে ত্রিপরা মধ্য পার্টির বিশ্বজিৎ কলই, ১৭- গোলামটি (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির মানব দেববর্মা, ১৯-চড়িলাম (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির সুবোধ দেববর্মা, ২৪-রামচন্দ্রঘাট (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির রঞ্জিত দেববর্মা, ২৬-আশারামবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপর মধথা পাটির অনিমেষ দেববর্মা, ৪১- অম্পিনগর (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির পাঠানলাল জমাতিয়া, ৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির সঞ্জয় মানিক ত্রিপুরা, ৪৪- রাইমাভ্যালি (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির নন্দিতা দেববর্মা (রিয়াৎ), ৪৭- আমবাসা (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির চিত্তরঞ্জন দেববর্মা, ৪৮-করমছড়া (এসটি) বিধানসভা কেন্দ্রে তিলরা মধ্য পার্টির পল পাংশু, ৬০-কাঞ্চনপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির ফিলিপ কুমার রিয়াং।

 

সিপিআই(এম) প্রার্থীগণ যে ১১টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সেগুলি হলো ৩- বামুটিয়া (এসসি) বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নয়ন সরকার, ৪- বড়জলা (এসসি) বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুদীপ সরকার, ১৩-প্রতাপগড় (এসসি) বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রামু দাস, ২০- বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শামসুল হক, ২২- সোনামুড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্যামল চক্রবর্তী, ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নির্মল বিশ্বাস, ৩৫-বিলোনীয়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপঙ্কর সেন, ৩৭-ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অশোক চন্দ্র মিত্র, ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ইসলাম উদ্দিন ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ।


ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ৩ জন প্রার্থী জয়ী হয়েছেন সেগুলি হলো ৬- আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মণ, ৯- বনমালিপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী গোপাল চন্দ্র রায় ও ৫৩- কৈলাসহর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী বীরজিৎ সিনহা।



Assembly Vote Counting : রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি, গননার খবর জানাতে তথ্য ও সংস্কৃতি দপ্তর খুললো কন্ট্রোল রুম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad