Assembly Vote Counting : রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি, গননার খবর জানাতে তথ্য ও সংস্কৃতি দপ্তর খুললো কন্ট্রোল রুম - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Vote Counting : রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি, গননার খবর জানাতে তথ্য ও সংস্কৃতি দপ্তর খুললো কন্ট্রোল রুম

Share This

 


আগরতলা, ০১ মার্চ :
বিধানসভা নির্বাচনের ভোটগণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে  ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১৯৭৩-এর ১৪৪ ধারা অনুযায়ী সমগ্র রাজ্যে জারি করা হলো বিধি-নিষেধ। এতে লাঠি, স্টিক, লোহার রড, বাঁশ, পাথর এবং অন্য যে কোনও জিনিস যেগুলি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এগুলি সহ এবং এই সমস্ত জিনিস ছাড়াই পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশের উপর নিয়ন্ত্রণাদেশ আরোপ করা হয়েছে। এছাড়া স্বরবর্ধক যন্ত্র ব্যবহার সহ বা এগুলি ছাড়া যে কোনও জনজমায়েত সংগঠিত করা, এক সঙ্গে দুই বা ততোধিক মোটর বাইক এবং মোটর কার চলাচলের উপর নিয়ন্ত্রণাদেশ আরোপ করা হয়েছে।


পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের আদেশ অনুযায়ী।  ১লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে ৩ মার্চ, ২০২৩ সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মী, সিএপিএফ এবং পুলিশ কর্মী ও তাদের ব্যবহৃত গাড়ি, বৈধ অনুমতিপত্র সহ সংবাদমাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিগণ, নির্বাচনের কাজে যুক্ত গাড়ির চালক এবং ক্লিনারগণ, রুটিন কাজে নিয়োজিত সরকারি কর্মী অথবা পুলিশ, সিএপিএফ, সশস্ত্র বাহিনীর সদস্যাগণ, পণ্য, সব্জি, মাছ , ওষুধ, পরিবহণের কাজে যুক্ত গাড়িগুলি, আঙ্গুলেশন্স এবং রোগী বহনকারী গাড়ি, রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত গাড়ি যেগুলি প্রার্থী ব্যবহার করবেন এবং যথোপযুক্ত নির্বাচন কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত গাড়ি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী ও পরীক্ষার ডিউটিতে থাকা শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং পরীক্ষার কাজে যুক্ত সমস্ত গাড়ি, বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরীক্ষার ডিউটিতে থাকা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক শিক্ষিকাদের বহনকারী মোটর সাইকেল এই আদেশের আওতার বাইরে থাকবেন। এছাড়া গণনাকেন্দ্রের সামনে পুলিশ কর্তৃপক্ষের নির্ধারিত এলাকায় যে সমাবেশ হবে তাও এই আদেশের আওতার বাইরে থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে বিধানসভা নির্বাচনের ভোটগণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ত্রিপুরা এক্সাইজ অ্যাক্ট, ১৯৮৭-এর ২৪ নং ধারার ১ নং উপধারা অনুযায়ী পশ্চিম জেলার আবগারি দপ্তরের কালেক্টর এক আদেশে পশ্চিম জেলার সমস্ত বিলেতি মদের দোকান, দেশি মদের দোকান ও লাইসেন্সধারী বার, ডিস্টিলারিজ, ওয়ারহাউজ ১ এবং ২ মার্চ বন্ধ থাকার কথা ঘোষণা করেছেন। পশ্চিম জেলায় এই দুটি দিন ড্রাই ডে হিসেবে পালিত হবে।

 

অপরদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ত্রিপুরার সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হবে। রাজ্যের ২১টি ভোট গণনা কেন্দ্রে একযোগে ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে। ভোট গণনার তথ্য সরবরাহ করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হলো- ০৩৮১ ২৩২৫৯১৪। আগামীকাল সকাল ৮টা থেকে এই কন্ট্রোল রুম খোলা থাকবে বলে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে জানানো হয়েছে।



CEO Tripura : প্রত্যেক গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, ৬০টি আসনে গড়ে ৫ রাউন্ড করে হবে ভোট গণনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad