Pilak Tourism Festival : ৯ জানুয়ারি থেকে পিলাক পর্যটন উৎসব, থাকবে ২০টি দপ্তরের প্রদর্শনী মন্ডপ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Pilak Tourism Festival : ৯ জানুয়ারি থেকে পিলাক পর্যটন উৎসব, থাকবে ২০টি দপ্তরের প্রদর্শনী মন্ডপ

Share This


 শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর : আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী পিলাক পর্যটন উৎসব। পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ্যালয় মাঠে এই উৎসব আয়োজনের উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের হলঘরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় পর্যটন উৎসব উপলক্ষে ২০টি বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হবে। প্রতিদিন সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


 প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পশ্চিম পিলাক পঞ্চায়েতের প্রধান মণিবালা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিভীষণ দাস, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages