Economy of India : বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টাপ সংস্থার আতুঁড় ঘরে পরিণত হয়েছে ভারত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Economy of India : বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টাপ সংস্থার আতুঁড় ঘরে পরিণত হয়েছে ভারত

Share This

 


নতুন দিল্লি, ১৪ অক্টোবর : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেছেন, ভারত একটি বিশ্বমানের ডিজিটাল সরকারী পরিকাঠামো তৈরি করতে সমর্থ হয়েছে। যা উচ্চমানের নানা ডিজিটাল আর্থিক পণ্য উৎপাদনের পথকে প্রশস্ত করেছে। নতুন দিল্লিতে আজ একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি বলেন,দেশ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টাপ সংস্হার আতুঁড় ঘরে পরিণত হয়েছে। যেখানে ৪০ লক্ষেরও বেশি স্টার্টাপ সংস্হা তৈরি হয়েছে।  


আর বি আই গভর্নর ডিজিটাল সরকারী পরিকাঠামো ক্ষেত্রে দেশের এই সম্পদ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন। ডিজিটাল কারেন্সির প্রসার সম্পর্কে বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ডিজিটাল কারেন্সি দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হয়ে ওঠার সবরকমের সম্ভাবনা রয়েছে। যেসমস্ত দেশ পাইকারী ও খুচরো উভয় ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল কারেন্সির ব্যবহার শুরু করেছে, তার মধ্যে ভারত অন্যতম।




Crime Incident : রাজধানীর ওএনজিসি এলাকায় জোড়া খুন, মধুপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad