Crime Incident : রাজধানীর ওএনজিসি এলাকায় জোড়া খুন, মধুপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime Incident : রাজধানীর ওএনজিসি এলাকায় জোড়া খুন, মধুপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত

Share This


 আগরতলা, ১৩ অক্টোবর : দশমীর ভোরে খুন হলেন মা-মেয়ে। ঘটনা আগরতলার হাপানিয়া ONGC নেতাজি নগর এলাকার প্রথম গেটের উল্টোদিকে। মৃতদের নাম তনুশ্রী আচার্জি ও তার মা সোমা আচার্জী। এই হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে  মধুপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়  সমরজিৎ চৌধুরীকে। শনিবার ভোররাতে আনুমানিক চারটার সময় এই ঘটনা হয় তনুশ্রী আচার্জি ও তার মা সোমা আচার্জী পূজা দেখে বাড়ি ফেরার পর বাড়িতে আসার পরই অভিযুক্ত সমরজিৎ চৌধুরী, তার স্ত্রী তনুশ্রী আচার্জির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় ।  তখন তার শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে আসলে তাকেউও গলাতে আঘাত আনে । ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় ।  রাতেই মধুপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সমরজিৎ আচার্যকে আটক করে আমতলী থানার পুলিশ। 


জানা গেছে তনুশ্রী এবং সমরজিৎ চৌধুরী দেড় বছর ধরে আলাদা থাকছেন। তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। তনুশ্রী আচার্য ONGC নেতাজিনগর এলাকায় বাপেরবাড়িতে থাকেন। তার দুই ছেলে থাকে স্বামী সমরজিৎ চৌধুরীর কাছে। শনিবার বিকেলে তনুশ্রী ফেসবুকে দুই যুবকের সাথে ছবি পোস্ট করেছিল। যা দেখে স্ত্রীকে খুনের পরিকল্পনা করে সমরজিৎ চৌধুরী। রাতেই শ্বশুরবাড়িতে এসে লুকিয়ে থাকে সে।ভোর চারটা নাগাদ তনুশ্রী পূজা দেখে বাড়িতে ঢোকার সময় সমরজিৎ দা হাতে তার উপর আক্রমণ করে। মেয়ের চিৎকার শুনে গেটে আসতেই শাশুড়ি সোমা আচার্যকেও দা দিয়ে আঘাত করে সমরজিৎ। যারফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মা এবং মেয়ের। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শনির্দিষ্ট মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে বলে জানান, পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।





Foreign Policy : আগামীকাল থেকে তিন দেশ সফরে রাষ্ট্রপতি, জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অধিবেশনে যোগ দেবেন ওম বিড়লা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad