নতুন দিল্লি, ১২ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত আলজেরিয়া, মৌরিতানিয়া এবং মালাউই – এই তিন দেশ সফর শুরু করবেন। আফ্রিকার তিনটি দেশে ভারতের রাষ্ট্রপতির এটাই প্রথম সফর। সভাপতিত্বের দায়িত্ব পালন করার সময় ভারতের উদ্যোগে আফ্রিকান ইউনিয়নকে G-20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সেই উদ্যোগের বর্ষ পূর্তির সময়কালে রাষ্ট্রপতির এই সফর তাৎপর্যপূর্ণ ।
এদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৯ তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামীকাল থেকে জেনেভায় এটি শুরু হবে। চলবে এ মাসের ১৭ তারিখ পর্যন্ত। এবারের অধিবেশনের থিম,শান্তিপূর্ণ ও সুসংহত ভবিষ্যতের লক্ষ্যে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্বোধনী ক্ষমতাকে আরো কাজে লাগানো। আইপিইউ এর গভর্নিং কাউন্সিলর বৈঠকে তিনি অংশ নেবেন। এছাড়াও ১৪ তারিখ জেনেভায় সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি দেখা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন