নতুন দিল্লি, ১৬ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে 'ভারত টেক্স ২০২৫'-এ ভাষণ দেন। ভারত টেক্স প্ল্যাটফর্মটি টেক্সটাইল শিল্পের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তৃত এক আসর এর অন্তর্ভুক্ত রয়েছে মেগা এক্সপো এবং বস্ত্রশিল্প সমন্বিত সমগ্র বস্তুতন্ত্রকে তুলে ধরা এর অন্যতম উদ্দেশ্য। এতে ৭০-রেরও অধিক বৈঠক, গোলটেবিল আলোচনা, প্যানেল আলোচনা এবং মাস্টার ক্লাস যুক্ত রয়েছে।
ভারত টেক্স ২০২৫- এ এছাড়া রয়েছে স্পেশাল ইনোভেশন ও স্টার্ট আপ প্যাভিলিয়নের প্রদর্শনী। এতে হ্যাকাথন ভিত্তিক স্টার্টআপ পিচ ফেস্ট এবং ইনোভেশন ফেস্ট, টেক ট্যাংক এবং ডিজাইন চ্যালেঞ্জ এর মত বিষয় যা শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের মাধ্যমে স্টার্টআপদের জন্য লগ্নি আকর্ষণের পর্যাপ্ত সুযোগ এনে দেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত টেক্স-২০২৫ চলবে আগামী ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত l
Development Activities : লালজুরিতে নবনির্মিত দ্বিতল ভবন ও কৃষি দপ্তরের গোডাউনের দ্বারোদঘাটন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন