নতুন দিল্লি, ০৫ মে : সুপ্রিম কোর্টে সোমবার সংশোধিত ওয়াকফ আইন ২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাটি পাঠানো হল শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মে। এদিন বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ''দুটো বিষয়ে বলার রয়েছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না। মামলাটি সঠিক দিনেই শোনা উচিত। মামলাটা আমার হাতে থাকবে না। আমরা মামলাটি বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে পাঠাচ্ছি।’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। আগামী ১৪ মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন তিনি।
এর আগে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার, আদালতের তোলা বিভিন্ন উদ্বেগের ওপর গুরুত্ব দিয়ে সংশোধিত আইনের বিতর্কিত কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ জারি করে। বিতর্ক এড়াতে কেন্দ্রীয় সরকার জানায় যে, নথিভুক্ত অথবা বিজ্ঞাপিত ওয়াকফ সম্পত্তিগুলির ওপর সংশোধিত আইনের কোনো প্রভাব পড়বেনা। কেন্দ্রীয় ওয়াকফ সংসদ এবং রাজ্যের ওয়াকফ পর্ষদগুলিতে কোনো নিয়োগ করা হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বিরোধীদের অভিযোগগুলির জবাব দিতে সংশোধিত ওয়াকফ আইনের বিভিন্ন দিক তুলে ধরে আদালতে একটি প্রাথমিক হলফনামা জমা দেয়। পাল্টা বিরোধীদের তরফেও নিজেদের বক্তব্য জানানো হয়েছে। এই সব কিছু নিয়েই আজকের মামলার শুনানি হতে পারে।
চলতি বছরে সংসদের উভয় কক্ষে সংশোধিত ওয়াকফ আইন পাশ হয়। আইনের বিরোধিতায় বিরোধী দলগুলি সরব হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভও সংগঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়ায়। আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশন জমা পড়ে শীর্ষ আদালতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন