আগরতলা, ০৮ ডিসেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে মানবিক ও সহৃদয় ভূমিকায় দেখল রাজ্যবাসী। আজ সকালে দক্ষিণ জেলায় সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিলোনীয়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় বিলোনীয়া যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় ৭০ বছর বয়সী বিশ্ব লক্ষী দেববর্মা নামে এক বৃদ্ধা এসকর্টের গাড়ির পাস দিয়ে রাস্তা পেরুতে গিয়ে আঘাত পান। বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নজরে আসতেই তৎক্ষনাৎ কনভয় থামিয়ে নেমে পড়েন । নিজে ছুটে যান ঐ বৃদ্ধার কাছে। কনভয়ের সাথে থাকা এসডিপিও রাহুল দাসের গাড়িতে করে আঘাত প্রাপ্ত বৃদ্ধাকে বিশ্রামগঞ্জ কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অত্যন্ত ব্যতিক্রমীভাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তখন ঐ বৃদ্ধাকে ফেলে বিলোলীয়ায় কর্মসূচীর উদ্দেশ্যে রওনা হননি। এই বৃদ্ধার সাথে হাসপাতাল পর্যন্ত ছুটে যান মুখ্যমন্ত্রী নিজেও। মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও, এখনো মনে প্রাণে যে জড়িয়ে রয়েছে ডাক্তারি । তা আরেকবার এদিন ফুটে ওঠে ওনার মধ্যে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে যাওয়ার আগ পর্যন্ত বৃদ্ধার স্বাস্থ্যের যাবতীয় পর্যবেক্ষণ করতে থাকেন মুখ্যমন্ত্রী নিজে। কর্তব্যরত চিকিৎসককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন । পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহ অন্যান্য সাহায্য নিশ্চিত করেন ।
বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎস আঘাত প্রাপ্ত বৃদ্ধার প্রাথমিক শুশ্রূষা করার পর ঘটনার গুরুত্ব বুঝে কোন রকম ঝুঁকি না নিয়ে তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। দক্ষিণ জেলার কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জিবিপি হাসপাতালে। আহত বৃদ্ধা এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের তার শুশ্রূষা ব্যাপারে যাবতীয় ব্যবস্থা করার পরামর্শ দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য অনুযায়ী আঘাপ্রাপ্ত বৃদ্ধার অবস্থা বর্তমানে শিথিল রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন