CM Tripura Delhi Visit : ডাঃ মানিক সাহা সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

CM Tripura Delhi Visit : ডাঃ মানিক সাহা সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে

Share This


 আগরতলা, ১১ মার্চ : ৮ ই মার্চ শপথ গ্রহণের পর শনিবার নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ত্রিপুরাবাসীর হয়ে তাঁর হাতে সম্মান স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। রাজ্যের সার্বিক বিকাশে সর্বতোভাবে সহায়তা করার আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন বলে নিজের সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।


এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, "আজ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির আদরনীয় সর্বভারতীয় সভাপতি  শ্রী J.P.Nadda জীর সাথে সৌজন্য সাক্ষাত করি। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার পুনরায় প্রতিষ্ঠায় জনমনে যে আনন্দ-উল্লাস বিরাজ করছে সেই সম্পর্কে ওনাকে অবগত করি। তিনি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।" এছাড়াও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমার সঙ্গেও সাক্ষাৎ করেন।


এদিকে আগামী ১৬ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ বিধানসভার নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে। বিধানসভার নবনির্বাচিত সদস্য সদস্যাদের নিজ নিজ রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচন সার্টিফিকেট সহ ১৬ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজ্য বিধানসভার সচিব এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। এক‌ই সাথে ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য আগামী ২৪ মার্চ বেলা ১১টায় বিধানসভা ভবনে ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরুর আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজের রাজনৈতিক মহল।



Allocates Portfolios : অর্থ পেলেন প্রণজিৎ, শিক্ষা ও আইন থেকে সরলেন রতন, তথ্য ও সংস্কৃতি রইলো মুখ্যমন্ত্রীর হাতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad