কুমারঘাট, ১৫ মে : গাঁজা পাচারের নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে উদ্ধার ১৭৫ কেজি গাঁজা। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি। কারণ গাড়িটি আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমারঘাট ৯১ মাইল এলাকায় আটক করার চেষ্টা করে ট্রাফিক পুলিশ। কুমারঘাট ট্রাফিক ইউনিটের কর্মীদের সিগন্যাল অমান্য করে পালিয়ে যায়। পরে পেঁচারথল থানার পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে পংছড়া এলাকায় আটক করে। গাড়িতে থাকা গাঁজা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশের বক্তব্য অনুযায়ী, রবিবারকে রাতে কুমারঘাট থানায় খবর আসে, আগরতলা থেকে একটি গাড়িতে এডভোকেটের স্টিকার লাগিয়ে গাঁজা পাচারের উদ্দেশ্যে আসামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পরেই পুলিশ ওত পেতে বসে থাকে । রাত দশটা এগারোটার দিকে যথারীতি গাড়িটি কুমারঘাট অতিক্রম করার উদ্দেশ্যে আসে। তখনই পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জানায় গাড়িটি পুল ছড়ার দিকে রওনা দেয়। গাড়িটির কিছু ধাওয়া করে পুলিশ। এক সময় পরিত্যক্ত অবস্থায় গাড়িটিকে উদ্ধার করা হয়। গাড়িতে থাকা চালক এবং অন্যান্যরা পালিয়ে যায়। অন্ধকারে পুলিশ গাড়িটিতে সার্চ করেনি । সোজা গাড়িটিকে নিয়ে যাওয়া হয় পেঁচারথল থানায়। সেখানে তল্লাশি চালিয়ে ২০টি পেকেটে থাকা ১৭৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে গাড়িটিতে কি অ্যাডভোকেটের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল। নাকি আসলেই কোন এডভোকেট এই পাচার কাণ্ডে জড়িত। তাই তদন্ত করে দেখছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন