নতুন দিল্লি, ১০ মে : ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান এবং সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সস্মত হয়েছে। শনিবার নতুন দিল্লীতে এক প্রেস ব্রিফিং-এ বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই ঘোষণা করেন। তিনি বলেন, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও ভারতের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করেন। আলোচনাতে স্থির হয়েছে যে, দু পক্ষই স্থল, জল এবং আকাশ তিন ক্ষেত্রেই সামরিক অভিযান স্থগিত রাখবে। সেই মত দুপক্ষই সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আগামী ১২ ই মে দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে।
এর আগে এক বিবৃতি প্রকাশ করে তিনি জানান,
"পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ দুপুর ৩:৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করেন। উভয় পক্ষের মধ্যে এই বিষয়ে সমঝোতা হয় যে, ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী আজ বিকেল ৫:০০টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত গুলি চালানো ও সামরিক কার্যকলাপ বন্ধ থাকবে। আজ উভয় পক্ষকে এই সমঝোতা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক অভিযানের মহাপরিচালকগণ আগামী ১২ই মে দুপুর ১২:০০টায় আবার কথা বলবেন।"
এদিকে পাকিস্তানের প্ররোচনামূলক পদক্ষেপ ও হামলার প্রত্যুত্তরে ভারতীয় সশস্ত্র বাহিনী সেদেশের সামরিক ঘাঁটি, প্রযুক্তিগত পরিকাঠামো, কমান্ডো কন্ট্রোল সেন্টার, রাডার সাইড এবং অস্ত্র মজুত রাখার ভান্ডারগুলির ওপর সংযতভাবে আঘাত হেনেছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। উইন কমান্ডার ভোমিকা সিং আজ সকালে অপারেশন সিন্দুর নিয়ে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে সশস্ত্র বাহিনীর গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানান। তিনি বলেন, ভারতীয় লড়াকু বিমানগুলি থেকে বায়ু পথে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রফিক্যুই, মুরিদ, চাকলালা ও রহমিয়ার খান-এর ওপর লক্ষ্য করে আঘাত হানা হয়। পাসুরের রাডার সাইড এবং শিয়ালকোটের উড়ানঘাঁটি লক্ষ্য করেও আক্রমণ করা হয়। পাকিস্তানী সেনা বাহিনী ভারতের সমস্ত পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে জানিয়ে ভোমিকা সিং বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীও সবরকম পরিস্হিতি মোকাবিলায় প্রস্তুত। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানী হামলার প্রত্যুত্তরে শুধুমাত্র সেদেশের জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করেই হামলা চালিয়েছে বলে তিনি আবারও উল্লেখ করেন।
সাংবাদিকদের ভারতীয় সেনা কর্ণেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানী সেনা বাহিনী ক্রমাগত দেশের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ড্রোণ, ফাইটার জেট, দুরপাল্লার অস্ত্রের সাহায্যে হামলা চালাচ্ছে। গতরাতে পাঞ্জাবের একটি উড়ান ঘাঁটি লক্ষ্য করে তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শ্রীনগর, অবন্তপুর এবং উধমপুরে স্কুল এবং স্বাস্হ্য কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালায়। তবে, ভারত প্রতিটি আঘাতেরই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে। ভারতীয় সেনা বাহিনী যে পাকিস্তানের কোনরকম প্ররোচনায় পা না দিয়েই তাদের আক্রমণের প্রত্যুত্তর দিতে অঙ্গীকারবদ্ধ সেকথা তিনি স্পষ্ট জানিয়েছেন।
অপরদিকে দিল্লি বিমানবন্দরে আজ মোট ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩০টি দিল্লি বিমানবন্দরে নামার এবং ৩০টি দিল্লি বিমানবন্দর ছেড়ে যাওয়ার বিমান রয়েছে। যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং বিকল্প ভ্রমণের ব্যবস্থা সম্পর্কে জানতে পরামর্শ দেওয়া হয়েছে।
Rabindra Jayanti : রবীন্দ্রকাননে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হল প্রভাতী কবি প্রণাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন