মােহনপুর , ০৯ জুন : ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসাবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । এজন্য কৃষি , উদ্যানজাত ফল ও ফসল , মৎস্য এবং প্রাণী সম্পদ পালনের মত ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । বুধবার লেম্বুছড়াস্থিত কলেজ অব ফিসারিজ’র অডিটোরিয়ামে এগ্রিকালচারেলি ভাইব্রেন্ট এন্ড সেলফ রিলায়েন্ট এন ই এইচ রিজন কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রােগ্রামের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন । তিনি বলেন , সরকার মানুষের কল্যাণে কাজ করছে । বর্তমানে কোভিড অতিমারির সময়ে রাজ্য সরকার রাজ্যের গরিব এবং প্রয়ােজন রয়েছে । এমন ৭ লক্ষ পরিবারকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিচ্ছে ।
উদ্বোধনী ভাষণে শিক্ষামন্ত্রী বলেন , লেম্বুছড়া ফিসারি কলেজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে ১১০ জন কর্মচারি তাদের ১ দিনের বেতন দান করে রাজ্যের ১ হাজার জন । কৃষককে বিভিন্নভাবে সাহায্য করছেন । প্রত্যেক কৃষককে মাছের পােনা , মাছের খাদ্য , সজী বীজ , গবাদি পশুর খাদ্য , সার ইত্যাদি দিয়ে সাহায্য করা হচ্ছে । এজন্য ব্যয় হবে ৫ লক্ষ টাকারও বেশি । এই উদ্যোগের জন্য শিক্ষামন্ত্রী কলেজের কর্মচারিদের অভিনন্দন জানান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ডিন প্রফেসর রতন কুমার সাহা । এদিনের অনুষ্ঠানে ১৫ জন কৃষকের মধ্যে মাছের পােনা , মাছের খাদ্য , বিভিন্ন সজীর বীজ , গবাদি পশুর খাদ্য আনুষ্ঠানিকভাবে তুলে দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । উল্লেখ্য , মণিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উত্তর - পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যের ১৩ টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে । মণিপুরে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ।
চুড়াইবাড়ি চেকপোস্টে বেআইনি কোনও কিছুকে প্রশ্রয় দেবে না সরকার : মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন